ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাকিল হত্যার বিচার না হলে ঢাকা অচলের হুমকি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
শাকিল হত্যার বিচার না হলে ঢাকা অচলের হুমকি ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ ছাত্রকল্যাণ পরিষদের মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা তিতুমীর কলেজের শিক্ষার্থী শাকিল শেখকে বাস চাপা দিয়ে হত্যাকারীদের বিচার চায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজ ছাত্রকল্যাণ পরিষদ। অন্যথায় ঢাকা শহরকে অচল করে দেওয়ার হুমকি দিয়েছে তারা।

সোমবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এই হুমকি দেওয়া হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও ঢাকা কলেজের শিক্ষার্থী বিএম শাহীন।

বক্তারা বলেন, তিতুমীর কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র শাকিল শেখকে গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মহাখালীর আমতলীতে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলার পর চাপা দিয়ে হত্যা করা হয়। ওই সময় আহত করা হয় আরেক ছাত্র রায়হানকে। রায়হান বর্তমানে জাতীয় অর্থোপেডিকস হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসাপাতল) ভর্তি রয়েছে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, অভিযুক্ত বাস চালক এবং হেলপারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। নিহত শাকিল ও আহত রায়হানের পরিবারকে অর্থ সহায়তা দিতে হবে। একইসঙ্গে ভবিষ্যতে কোনো ছাত্র যেন এই পরিস্থিতি শিকার না হয় তার ব্যবস্থা নিতে হবে। এই দাবি বাস্তবায়ন না হলে ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, আয়োজক সংগঠনের সহ-সভাপতি ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী আবু হানিফ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও তিতুমীর কলেজের শাহ আলী (তিতুমীর কলেজ), অর্থ সম্পাদক ও কবি নজরুল সরকারি কলেজের মো. সোহেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এমএইচ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।