ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ওষুধ তৈরির কেমিক্যাল ও বোতল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
সৈয়দপুরে ওষুধ তৈরির কেমিক্যাল ও বোতল জব্দ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ওষুধ তৈরির কেমিক্যাল ও খালি বোতল জব্দ করেছে পুলিশ।

সোমবার (৮ জানুয়ারি) সকালে শহরের সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামন থেকে এসব জব্দ করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে  জানান, সকালে বাস টার্মিনাল এলাকায় প্রয়োজনীয় কাপজপত্র দেখাতে না পারায় এসব মালামাল জব্দ করা হয়।

জব্দ করা মালামালের মধ্যে দুই বস্তা খালি বোতল ও এক বাক্স কেমিক্যাল রয়েছে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে একটি কোম্পানিতে ইউনানী ওষুধ তৈরির আড়ালে নেশাজাতীয় ড্রিংক ও ট্যাবলেট তৈরি করে আসছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।