ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত তেঁতুলিয়ায় ঘন কুয়াশার মধ্যে ট্রেন

পঞ্চগড়: হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঘন কুয়াশা, পাহাড় থেকে নেমে আসা উত্তরীয় হিমেল হাওয়া শীতার্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বির্পযস্ত করে তুলেছে। শেষ পৌষের এ তীব্র শীত বিশেষ করে ছিন্নমূল মানুষদের কর্মহীন করে ফেলেছে।

দিনমজুর অভাবী মানুষরা ঘর থেকে বের হতে না পারায় একেবারে কর্মহীন হয়ে পড়েছে। শীতবস্ত্রের পাশাপাশি এসব অভাবী মানুষদের জন্য এ মুহূর্তে খাদ্য সহায়তা জরুরি হয়ে পড়েছে।

সোমবার (৮ জানুয়ারি) জেলার তেঁতুলিয়া উপজেলা ঘুরে দেখা গেছে, অনেকেই শীতের তীব্রতার কারণে কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। যে যেখানে পারছেন খর-কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। অতিরিক্ত ঠাণ্ডার কারণে শহর-বাজারে লোকজনের আনাগোনাও কমে গেছে। ঠাণ্ডায় নিম্ন আয়ের লোকজন শীতে গরম কাপড়ের অভাবে বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছেন না। অব্যাহত ঠাণ্ডায় শীত ও শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। এ অবস্থায় পঞ্চগড়ের শীতার্ত মানুষের জন্য সরকারের সাহায্য আশা করছেন তারা।  

শীত নিবারণের চেষ্টা করছে আগুন জ্বালিয়েপাথর শ্রমিক বরকত আলী (৩০) বাংলানিউজকে বলেন, আজকের প্রচণ্ড ঠাণ্ডায় অনেক দেরিতে কাজে যাচ্ছি। কাজে না গেলে তো ভাত হবে না। তাই এই ঠাণ্ডাকে উপেক্ষা করেও কাজে যেতে হচ্ছে। পাথর শ্রমিক জুমর উদ্দীন জানান, কাজ ছাড়া তো আমাদের ভাত হয় না। ঠাণ্ডা বা গরম যাই হোক আমাদের কাজে যেতেই হবে। তাই একটু দেরি হলেও এখন আমরা কাজে যাচ্ছি।

ঘন কুয়াশার মধ্যে একজন রিকশা চালাচ্ছেনএদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী মো. রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সোমবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩.২ ডিগ্রি সেলসিয়াস। পরে পৌনে ৯টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২.৬ ডিগ্রি সেলসিয়াস ৫০ যা বছরের মধ্যে প্রথম।

এর পর দুপুর ১২টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.২ ডিগ্রি সেলসিয়স বলে আবহাওয়া অফিস জানায়।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ০৮ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।