ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ ট্যাক্সেস বারে সভাপতি সাদিক-সাধারণ সম্পাদক রতন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
ময়মনসিংহ ট্যাক্সেস বারে সভাপতি সাদিক-সাধারণ সম্পাদক রতন

ময়মনসিংহ: ময়মনসিংহ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সাদিক হোসেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. সজল ইসলাম রতন। 

সংশ্লিষ্ট নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রাশেদুল হক সোমবার (৮ জানুয়ারি) দুপুরে বাংলানিউজকে এ নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন।  

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. হাসান আলী খান, সহ-সাধারণ সম্পাদক খন্দকার ওয়াহিদুজ্জামান, কোষাধ্যক্ষ মো. হারুন আল রশিদ, অডিটর মোহাম্মদ আবু সিদ্দিক, সদস্য মুহাম্মদ আব্দুল লতিফ, সৈয়দ ফেরদৌছুর রহমান, মো. আব্দুল হালীম, মো. সাজ্জাদুর রহমান আকন্দ, মো. আব্দুছ ছালাম ভুইয়া, চৌধুরী হোসনে আরা বেগম, মো. রকিব উদ্দিন তালুকদার, মো. সাইফুল ইসলাম ও মো. আবুল কালাম আজাদ।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮ 
এমএএএম/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।