ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৌদি আরবে বাংলাদেশি কর্মীর মৃত্যুতে বিএসসির শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
সৌদি আরবে বাংলাদেশি কর্মীর মৃত্যুতে বিএসসির শোক

ঢাকা: সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জিজান প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

সোমবার (০৮ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক জানান তিনি।  

শোক বার্তায় বিএসসি বলেন, সৌদি আরবে জিজান প্রদেশে ১০ বাংলাদেশি কর্মী কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

এতে আমি গভীরভাবে শোকাহত। তারা বিদেশে কাজ করে কষ্টার্জিত আয় দিয়ে তাদের পরিবারকে স্বচ্ছল রেখেছিলেন এবং রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রেখেছেন।  

নিহতদের স্বজনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের বিদেহী আত্মার মাগফেরাত ও চিরশান্তি কামনা করেন  প্রবাসী কল্যাণ ও কমংসংস্থান মন্ত্রী।  

এর আগে শনিবার (৬ জানুয়ারি) সকালে আবাসস্থল থেকে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন তারা।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।