ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চালের ট্রাকে ১২৭২ বোতল ফেনসিডিল, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
চালের ট্রাকে ১২৭২ বোতল ফেনসিডিল, আটক ২ আটক দুই মাদক বিক্রেতা

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় একটি চালবাহী ট্রাকে অভিযান চালিয়ে ১ হাজার ২শ ৭২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এস দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র‌্যাব) সদস্যরা।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে খিলগাঁওয়ের মেরাদিয়া ডেমরা লিংক রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক মাদক বিক্রেতা হলেন- মোস্তাকিন বিল্লাহ (৩২) আব্দুর রশিদ (৩৩)।

র‌্যাব-৩ এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপণ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় ৫ টন পণ্য ধারণ ক্ষমতাসম্পন্ন একটি নম্বরবিহীন ট্রাককে থামানোর সংকেত দিলে সে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ট্রাকটি থামিয়ে তল্লাশি করে ২৮০ বস্তা চালের আড়ালে লুকানো অবস্থায় ১ হাজার ২শ ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  

এ সময় ট্রাকে অবস্থানরত দুই মাদক বিক্রেতাকে আটকসহ ট্রাকটি জব্দ করা হয় বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
পিএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।