ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১৪ জানুয়ারি শুরু হচ্ছে হাউজ হোল্ড ডাটাবেজ শুমারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
১৪ জানুয়ারি শুরু হচ্ছে হাউজ হোল্ড ডাটাবেজ শুমারি ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজ (এনএইচডি) শুমারি উপলক্ষে সভা

গোপালগঞ্জ: ১৪ জানুয়ারি (রোববার) থেকে গোপালগঞ্জে শুরু হচ্ছে ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজ (এনএইচডি) শুমারি। চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

সোমবার (৮ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
 
গোপালগঞ্জ জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও গোপালগঞ্জ জেলা শুমারি কমিটির সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

গোপালগঞ্জ পরিসংখ্যান দপ্তরের উপ-পরিচালক মো. রেজাউল করিমের চঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সমীর কুমার মল্লিক, গোপালগঞ্জ বাজার কমিটির সভাপতি দাউদ আলী শেখ প্রমুখ।

সভায় গোপালগঞ্জ শুমারি কমিটির সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ০৮ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।