ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে যাবজ্জীবন দণ্ডাদেশ প্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
গোপালগঞ্জে যাবজ্জীবন দণ্ডাদেশ প্রাপ্ত আসামি গ্রেফতার

গোপালগঞ্জ: গোপালগঞ্জে অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 নজরুল ইসলাম একই গ্রামের রতন শেখের ছেলে।

গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. হযরত আলী জানান, ২০১৭ সালে ঢাকার দারুস ছালাম থানার একটি মাদক মামলায় নজরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এতোদিন তিনি পলাতক ছিলেন। রাতে তিনি নিজের গ্রামে অবস্থান করছেন জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।