ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মধুপুরে গরু ব্যবসায়ী খুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
মধুপুরে গরু ব্যবসায়ী খুন

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে আমজাদ হোসেন (৪২) নামে এক গরু ব্যবসায়ী খুন হয়েছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে মধুপুর থানা পুলিশ একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে।

আমজাদ উপজেলার আউশনারার লাইনপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

তিনি ৮/১০ বছর ধরে মহিষমারা বেচুরাগণি এলাকার জংশীর মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে থেকে গরু ব্যবসা করতেন।

এলাকা ও পরিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৮ জানুয়ারি) রাত থেকে আমজাদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি জঙ্গলের পাশে ছাগল খুঁজতে গিয়ে এলাকার এক নারী তার মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। এসময় এলাকার লোকজন গিয়ে মরদেহ শনাক্ত করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন জানান, সোমবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে জঙ্গলের মধ্যে ফেলে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।