ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু ফাইল ফটো

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে ফেরি চলাচল সচল হয়। এর আগে ভোর সাড়ে ৩টার দিকে অতিরিক্ত কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে জানান, কুয়াশার ঘনত্ব কেটে গেলে সকাল ১১টার দিকে ফেরিসহ সব নৌযান চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোরে কুয়াশা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় দেখা দিয়েছে গাড়ির দীর্ঘ লাইন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।