ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

কবিরহাটে আগুনে পুড়লো ৪ বসতঘর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
কবিরহাটে আগুনে পুড়লো ৪ বসতঘর আগুনে চার বসতঘর পুড়ে ছাই।

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার নূরসোনাপুর গ্রামের লাল পোল এলাকার সিদ্দিক দারোগার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে ওই বাড়ির সবুজের বসতঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।

মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে আগুনে চারটি বসতঘর ও ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার চান্দ মিয়া সরকার বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কিভাবে আগুন লেগেছে তা তিনি জানাতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।