ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আশুলিয়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আশুলিয়া, সাভার: আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে একটি ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 

বুধবার (১৭ জানুয়ারি) সকালে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বিকেলে পল্লীবিদ্যুৎ এলাকায় অন্যনা ফার্মেসিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ নাসির হাসান।

শেখ নাসির হাসান বাংলানিউজকে বলেন, আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার প্রায় চার কিলোমিটার এলাকার প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া দুইটি বাড়ির মালিককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময় এক ভাড়াটিয়াকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।  

এদিকে, পল্লীবিদ্যুৎ এলাকায় একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করে সর্তক করে দেওয়া হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।