ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

চট্টগ্রাম থেকে পালানো কিশোরী লক্ষ্মীপুরে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
চট্টগ্রাম থেকে পালানো কিশোরী লক্ষ্মীপুরে গ্রেফতার পুলিশের হাতে গ্রেফতার কিশোরী/ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: চট্টগ্রামের ‘ফরহাদাবাদ মহিলা ও শিশু কিশোরী’ নিরাপদ আবাসন কেন্দ্র (সেফ হোম) থেকে পালানো আট কিশোরীর মধ্যে একজনকে লক্ষ্মীপুর সদর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ওই কিশোরীর নাম তুহিন আক্তার পিনু। সে লক্ষ্মীপুর সদর উপজেলার আবিরনগর এলাকার শাহীন আলমের মেয়ে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার টুমচর  এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বাংলানিউজকে জানান, গত ৯ জানুয়ারি সমাজসেবা অধিদফতরের নিয়ন্ত্রণাধীন ওই সেফ হোম থেকে গ্রেফতার ওই কিশোরীসহ আটজন কেন্দ্রের গ্রিল ভেঙে পালিয়ে যায়। আট কিশোরী বিভিন্ন মামলা ও জিডি মুলে নিরাপদ হেফাজতি হিসেবে ওই সেফ হোমে ছিলো।

গ্রেফতার কিশোরীকে আদালতের মাধ্যমে কেন্দ্রে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।