ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কাজে ফিরলেন খুলনার রাষ্ট্রায়ত্ত দুই পাটকলের শ্রমিকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
কাজে ফিরলেন খুলনার রাষ্ট্রায়ত্ত দুই পাটকলের শ্রমিকরা আন্দোলনরত পাটকলের শ্রমিকরা (ফাইল ফটো)

খুলনা: অবশেষ বকেয়া মজুরির আংশিক হাতে পাওয়ায় কাজে ফিরলেন খুলনার রাষ্ট্রায়ত্ত ২টি পাটকলের আন্দোলনরত শ্রমিকরা। ১৯ দিন বন্ধ থাকার পর খুলনার আট পাটকলের মধ্যে খালিশপুর ও দৌলতপুর জুট মিলের উৎপাদন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় দৌলতপুর ও দুপুর ২টায় খালিশপুর জুট মিলের শ্রমিকরা কাজে যোগ দেন।

দৌলতপুর জুট মিলের প্রকল্প প্রধান মো. সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, শ্রমিকদের বকেয়া তিন সপ্তাহের মজুরির মধ্যে দুই সপ্তাহের মজুরি পরিশোধ করা হয়েছে।

আরেক সপ্তাহের মজুরি শিগগিরই পরিশোধ করা হবে। মিলের ৪৭৩ জন শ্রমিক কাজে যোগ দিয়েছেন।

খালিশপুর জুট মিলের প্রকল্প প্রধান শফিকুল ইসলাম জানান, শ্রমিকদের বকেয়া পাঁচ সপ্তাহের মজুরির মধ্যে দুই সপ্তাহের মজুরি দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে আরেক দফা মজুরি দেওয়া হবে। মিলের ২ হাজার ৩৯৮ জন শ্রমিক কাজে ফিরেছেন।

তবে এখনও খুলনার রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, ইস্টার্ন, আলিম ও যশোরের জেজেআই জুট মিলের উৎপাদন বন্ধ রয়েছে। বকেয়া মজুরি দাবিতে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর আটটি পাটকলের শ্রমিকরা উৎপাদন বন্ধ করে দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।