ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

জবাবদিহির লক্ষ্যে ‘জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
জবাবদিহির লক্ষ্যে ‘জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি’ ‘জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠান

মৌলভীবাজার: ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের জনগণের মুখোমুখি হয়ে জবাবদিহির লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে ‘জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি।’

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে কালাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি’র উদ্যোগে এ অনুষ্ঠান হয়।

কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সনাক’র সভাপতি সৈয়দ নেসার আহমদ, সহ সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, সনাক সদস্য মো. বদরুল আলম প্রমুখ।

জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানে ইউনিয়নবাসী তাদের এলাকার বিভিন্ন সমস্যা ও দাবি ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কাছে তুলে ধরেন। এসময় ইউপি চেয়ারম্যান সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। এছাড়া সমস্যাগুলো সমাধান করতে তিনি কি করছেন তা সবার সামনে বুঝিয়ে বলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন টিআইবি শ্রীমঙ্গল কার্যালয়ের এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।