ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নতুন তথ্য কমিশনার মরতুজা আহমদের যোগদান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
নতুন তথ্য কমিশনার মরতুজা আহমদের যোগদান

ঢাকা: প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়ে যোগদান করেছেন মরতুজা আহমদ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার তথ্য কমিশনে যোগদান করেন বলে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

সাবেক তথ্যসচিব মরতুজা আহমদকে আগের দিন প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার।

তিনি অধ্যাপক ড. গোলাম রহমানের স্থলাভিষিক্ত হলেন।  

রাষ্ট্রপতি তথ্য অধিকার আইন-২০০৯ এর ১৫(১) ধারা অনুযায়ী মরতুজা আহমদকে ওই পদে নিয়োগ দিয়েছেন বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তথ্য মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।