ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

খাদিজা বেগম নামের ওই শিক্ষার্থী আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।  

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় শহরের মুন্সেফপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে খাদিজার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

খাদিজা আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের নাওঘাট গ্রামের মামুনুর রশিদের মেয়ে।  

খাদিজা বেগমের চাচী হোসনে আরা বাংলানিউজকে জানান, খাদিজা ছোটবেলা থেকেই তাদের বাসায় থেকে লেখাপড়া করত। কিন্তু কি কারণে সে আত্মহত্যা করেছে- এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।  

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির বাংলানিউজকে জানান, স্কুলছাত্রীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।  

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিমান করে সে আত্মহত্যা করে থাকতে পারে।  

মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদনের পর জানা যাবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।  

বাংলাদেশ সময়: ০৩২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
জেআইএম/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।