ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাস খাদে পড়ে ৫০ যাত্রী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
আশুলিয়ায় বাস খাদে পড়ে ৫০ যাত্রী আহত বাস খাদে

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে প্রায় ৫০ জন যাত্রী আহত হয়েছে বলে জানা যায়।

শুক্রবার (১৯ জানুয়ারি)  সকালে আশুলিয়ার মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, লালমনিরহাট থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে আশুলিয়ার মরাগাং এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।

 

উত্তরা ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ইস্ট-ওয়েস্ট মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করে।

তবে এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক- বলেন সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।