ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৪ জেলে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৪ জেলে অপহরণ

সাতক্ষীরা: সুন্দরবনে তিন লাখ টাকা মুক্তিপণের দাবিতে চার জেলেকে অপহরণ করে নিয়ে গেছে দস্যু ডন বাহিনীর সদস্যরা।

শুক্রবার (১৯ জানুয়ারি) ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পাকড়াতলা খাল থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন-সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী গ্রামের আবু বাক্কার গাজীর ছেলে শাহিন গাজী (৩০), একই এলাকার সোবহান শেখের ছেলে আলিম শেখ (৪৫), কৈখালী গ্রামের মৃত আজম গাজীর ছেলে রমজান আলী (৪০) ও কওছার আলী (৫০)।

ফিরে আসা জেলে পার্শ্বেখালী গ্রামের মৃত জহির গাজীর ছেলে মহিদুল ইসলাম জানান, তারা এক সপ্তাহ আগে কৈখালী ফরেস্ট স্টেশন থেকে পাশ নিয়ে সুন্দরবনে মাছ শিকার করতে যান। আজ ভোরে পাকড়াতলা খালে মাছ শিকার করার সময় তাদের নৌকা থেকে চার জেলেকে তুলে নিয়ে যায় নবাগত দস্যু ডন বাহিনীর সদস্যরা। এসময় তারা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
 
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শোয়েব খান বাংলানিউজকে জানান, এ ব্যাপারে আমাদের কাছে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।