ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন গ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর পালানোর সময় স্বামী সাইফুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে।  

নিহতের নাম মারুফা আক্তার (১৯)।

তিনি ডুমাইন গ্রামের মৃত জাফর আলী শেখের মেয়ে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মো. খুরশিদ আলম মাসুম জানান, পাঁচ মাস আগে পাশের আড়পাড়া গ্রামের সাইফুল ইসলামের সঙ্গে মারুফার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর মারুফাকে নিজ বাড়িতে তুলে না নিয়ে বিভিন্ন সময় যৌতুক দাবি করতেন সাইফুল।  

গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) সাইফুল শ্বশুরবাড়িতে যান। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে সাইফুল ইসলাম দরজা খুলে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।  

এসময় বাড়ির লোকজন ঘরের মধ্যে মারুফার মরদেহ দেখতে পায়। পরে গ্রামের লোকজন সাইফুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। সাইফুলকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।