ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে স্বামী-স্ত্রীসহ আটক ৪, ইয়াবা-গাঁজা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
বরিশালে স্বামী-স্ত্রীসহ আটক ৪, ইয়াবা-গাঁজা জব্দ আটক চার মাদক বিক্রেতা

বরিশাল: বরিশাল নগরে পৃথক অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ চারজনকে আটক করেছে কোতোয়ালি মডেল  থানা পুলিশ। এ সময় ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়।

বরিশাল নগর সংলগ্ন কীর্তনখোলা নদীর রসুলপুর চর এলাকার বাসিন্দা জসিম সরদার ও তার স্ত্রী কমলা কে ১ কেজি গাঁজাসহ আটক করান উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন।

অপরদিকে উপ-পরিদর্শক (এসআই) শামীমের নেতৃত্বে নগরের পুরাতন পাসপোর্ট গলিতে অভিযান চালিয়ে আবু বকর মো. ফেরদৌস নামে এক যুবককে ৩০ পিস ইয়াবা এবং নগরের ২৩ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়া থেকে কামলা নামে আরেক যুবককে ৫৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।  

উপ-পরিদর্শক (এসআই) শামীম বিয়ষটি নিশ্চত করে বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।