ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

এড়িয়ে চলায় কলেজছাত্রীকে কুপিয়ে জখম 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এড়িয়ে চলায় কলেজছাত্রীকে কুপিয়ে জখম  আহত কলেজছাত্রী

ময়মনসিংহ: এড়িয়ে চলায় ফারহানা আক্তার (১৯) নামে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে পালিয়েছে আবুল কাশেম নামে এক তরুণ।

শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে ময়মনসিংহের গাঙ্গিনারপাড় মোড়ে এ ঘটনা ঘটে। ফারহানা নগরের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।

 

তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) খন্দকার শাকের আহমেদ বাংলানিউজকে জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার তেজপাটুলি গ্রামের আব্দুল হাকিমের ছেলে আবুল কাশেমের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ওই কলেজ ছাত্রীর। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই-বোন। সম্প্রতি মেয়েটি আবুল কাশেমকে এড়িয়ে চলতে শুরু করেন। শুক্রবার রাতে কৌশলে মেয়েটিকে গাঙ্গিনারপাড় মোড়ে ডেকে আনেন আবুল কাশেম। এসময় তিনি মেয়েটিকে হোটেলে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করেন। এতে রাজি না হওয়ায় ছেলেটি তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে মেয়েটির গলায়, হাতে ও মাথায় কুপিয়ে সটকে পড়েন।  

তিনি আরো জানান, রাতেই এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেফতারের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
এমএএএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।