ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে পকেটমার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
শরীয়তপুরে পকেটমার আটক

শরীয়তপুর: শরীয়তপুর শহরে বাসযাত্রীর প্যান্টের পকেট কেটে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় রফিক বেপারী (৫৫) নামে এক পকেটমারকে আটক হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শরীয়তপুর কোর্ট সংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়। রফিক বাগেরহাটের মংলা উপজেলার পূর্ব শিলাবুনিয়া গ্রামের মৃত জয়নাল বেপারীর ছেলে।

তিনি দুইবছর ধরে শরীয়তপুর পৌরসভার তুলাসার গ্রামের মন্টু খানের বাড়িতে ভাড়া থাকেন।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, মাদারীপুরের টেকেরহাট থেকে রাজু সরদার (২০) নামে এক যুবক বাসে করে শরীয়তপুরে আসছিলেন। এসময় তার পাশের সিটে বসেছিলেন পকেটমার রফিক। বাসটি শরীয়তপুর শহরে আসলে রফিক নেমে যাওয়ার সময় রাজু তার প্যান্ট কেটে টাকা চুরি হওয়ার বিষয়টি টের পান এবং রফিককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে পুলিশ রফিককে থানায় নিয়ে আসে।

তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।