ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাকেরগঞ্জে ট্রলি উল্টে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
বাকেরগঞ্জে ট্রলি উল্টে স্কুলছাত্রের মৃত্যু

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে ট্রলি উল্টে মাসুদ মল্লিক (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মাসুদ মল্লিক বাকেরগঞ্জের ভরপাশা এলাকার মোতাহার মল্লিকের ছেলে।

শনিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা সদরের সাহেবগঞ্জের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ বাড়ি থেকে ইঞ্জিনচালিত ট্রলি যোগে বাকেরগঞ্জে যাচ্ছিলেন। পথে সাহেবগঞ্জের বাইপাস সড়কে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়। মাসুদ এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।  

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বাংলানিউজকে জানান, ট্রলিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, পাশাপাশি মৃতের মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলা‌দেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়া‌রি ২০, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।