ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় খন্দকার শামসুজ্জোহা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নজরুল ইসলাম (৪৫) নামে অপর এক ব্যক্তি।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত শামসুজ্জোহা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুশলিবাসা এলাকার বাসিন্দা।

আহত নজরুল একই উপজেলার ঢলনগর গ্রামের আবুল হোসেনের ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে মোটরসাইকেলে করে তারা খালকুলা প্রাইমারি স্কুলে যাচ্ছিলেন। পথে খালকুলা এলাকায় এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই শামসুজ্জোহার মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন নজরুল। পরে স্থানীয়রা নজরুলকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় শৈলকুপা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।