ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের শীতবস্ত্র বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
পঞ্চগড়ে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: পঞ্চগড়ের বিভিন্ন এলাকার শীতার্তদের মধ্যে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) সকালে তেঁতুলিয়া উপজেলার ডিমাগজ গ্রামে দেড় শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন।

দুপুরে খয়খাটপাড়া, পানিহাকা ও ভজনপুর এলাকায় আরো দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়া দেবীগঞ্জ এবং পঞ্চগড় সদর উপজেলায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের মাধ্যমে আরো শতাধিক ছিন্নমূল ও বঞ্চিত মানুষদের মধ্যে কম্বল পৌঁছে দেয়া হয়েছে।

কম্বল বিতরণের সময় সমাজ সেবক ফজলুল হক, আনোয়ার হোসেন ও হামিদুল হাসান লাবু উপস্থিত ছিলেন।

এ জেলার ৪ শতাধিক মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।