ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন

যশোর: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় মধুমঞ্চে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রী ইসমাত আরা সাদেক।

 

এতে আরও উপস্থিত ছিলেন- যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানূর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।

২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন হলেও আসন্ন এসএসসি পরীক্ষার কারনে পাঁচদিন আগে থেকেই শনিবার (২০ জানুয়ারি) মেলা শুরু হয়েছে, চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

সপ্তাহব্যাপী  মধুমেলায় কৃষি, কুটিরশিল্প ও গ্রামীণ তৈজসপত্রসহ নানা পণ্যের পসরা নিয়ে শত শত দোকান বসেছে। প্রতিদিন মধুমঞ্চে আলোচনার পাশাপাশি নাটক, কবিতা আবৃতিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
ইউজি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।