ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

বরিশাল: বরিশালের গৌরনদী বন্দর এলাকায় বিদ্যুস্পৃস্ট হয়ে জামাল মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্য হয়েছে। 

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জামাল গৌরনদী পৌরসভার উত্তর পালরদী এলাকার মৃত খলিলুর রহমান মিয়ার ছেলে।

 

স্থানীয়রা জানান, বিকেলে বিউটি পার্লারের ব্যানার টাঙানোর সময় জামাল বিদ্যুস্পৃস্ট হন। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে তার বোন কনা বেগম আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন।

বিষষটি নিশ্চিত করে কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মাহাবুব আলম মির্জা বাংলানিউজকে বলেন, মৃত জামাল মিয়ার বোন কনাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

বাংলা‌দেশ সময়: ০৫১২ ঘণ্টা, জানুয়া‌রি ২১, ২০১৮
এমএস/এসজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।