ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে গৃহবধ‍ূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
বেলকুচিতে গৃহবধ‍ূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জ: পরকিয়ায় বাধা দেওয়ায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাতুড়িয়া গ্রামে আঁখি খাতুন (২১) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী আলহাজ আলী ও তার স্বজনরা পলাতক রয়েছেন।

রোববার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ভাতুড়িয়া পূর্বপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে আঁখির মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ভাতুড়িয়া দক্ষিণপাড়া গ্রামের আমিরুল ইসলামের মেয়ে।

নিহতের বাবা আমিরুল ইসলাম জানান, তিন বছর আগে তার মেয়ে আঁখিকে একই গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে আলহাজ আলীর সঙ্গে বিয়ে দেন। বিয়ের দুই বছর পর আলহাজ আলী তার আপন ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকিয়ায় লিপ্ত হন। তাদের পরকিয়া নিয়ে কয়েকবার সালিশ বৈঠক হয়। সেসময় তাদের সাবধান করে দেওয়া হয়। তারপরও আলহাজ আলী তার পরকিয়া চালিয়ে যাওয়ায় আঁখি এর প্রতিবাদ করেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাতে আঁখিকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় স্বামী ও তার পরিবারের লোকজন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তার গলায় চিকন রশির দাগ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ‍তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ২১ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।