ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মান্দায় সড়ক দ‍ুর্ঘটনায় নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
মান্দায় সড়ক দ‍ুর্ঘটনায় নিহত ১

নওগাঁ: নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় হাসি খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ও শিশু সন্তান।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার হাজী গোবিন্দপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাসি নওগাঁ বিআরটিএ’র অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর (এডি) মইনুল হাসানের স্ত্রী।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে প্রাইভেটকারে করে নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিলেন তারা। পথে হাজী গোবিন্দপুর নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের চাকা ব্লাস্ট হয়ে প্রাইভেটকারের গ্লাসে লাগে। এতে ঘটনাস্থলেই হাসির মৃত্যু হয়। এসময় তার স্বামী মাইনুলের পা ভেঙে যায় এবং শিশু সন্তান আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মান্দা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।