ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে আরও এক গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
যশোরে আরও এক গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

যশোর: যশোর-নড়াইল জেলার সীমান্তবর্তী বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার পুরনো ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বাঘারপাড়ার ভিটাবল্যা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমির হোসেন বাংলানিউজকর বলেন, ‘দুপুরে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উদ্ধার হওয়া মরদেহের মাথার খুলি গুলিতে ছিন্ন-বিচ্ছিন্ন রয়েছে। ফলে এ ঘটনা দিয়ে দু'দিনে যশোরে ছয়টি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হলো। তবে এ পর্যন্ত কোনো মরদেহের পরিচয় মেলেনি।

এরআগে, রোববার (২১ জানুয়ারি) সকালে যশোর সদর উপজেলার ছুটিপুর সড়ক থেকে কথিত বন্দুকযুদ্ধে নিহত একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এছাড়াও শনিবার (২০ জানুয়ারি) সদর উপজেলার নোঙ্গরপুর এবং ঝিকরগাছায় পৃথকস্থানে  বন্দুকযুদ্ধে নিহত চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।