ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গদখালীতে ফুলচাষি ও ব্যবসায়ীদের প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
গদখালীতে ফুলচাষি ও ব্যবসায়ীদের প্রশিক্ষণ কর্মশালা

যশোর: যশোরের গদখালীতে ফুলচাষি ও ব্যবসায়ীদের নিয়ে দশ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) বেলা ১১টায় ঝিকরগাছা উপজেলার গদখালী উৎসব সিড ফার্ম নিজস্ব সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করে।  

এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- নেদারল্যান্ডের পামনামের একটি প্রতিষ্ঠানের উদ্যান বিশেষজ্ঞ মি. উইম ভ্যান ক্যাস্টার, উৎসব সিড ফার্মের চেয়ারম্যান আব্দুর রহিম, পরিচালক নাসরিন নাহার প্রমুখ।

এতে স্থানীয় অর্ধশত ফুলচাষি ও ব্যবসায়ী অংশ নেন।
 
১৪ থেকে ২২ জানুয়ারি দশ দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় ফুলের চাষ, কোয়ালিটি, বাজারজাতকরণ, মাটি তৈরি, কাটিং থেকে চারা উৎপাদন, বীজ থেকে চারা উৎপাদন, প্যাকেজিং ও গ্রেডিং বিষয়ে বিস্তারিত আলোচনা করে প্রশিক্ষণ দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
ইউজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।