ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস চালক নিহত

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় মার্কেন্টাইল ব্যাংক নওগাঁ শাখার মাইক্রোবাস চালক দিনেষ (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ব্যাংকের তিন কর্মকর্তা ও ভটভটি চালক। রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, উপজেলার নওগাঁ-মহাদেবপুর সড়কের চদ্দমাইল নামক স্থানে মার্কেন্টাইল ব্যাংক নওগাঁ জেলা শাখার মাইক্রোবাসের সঙ্গে একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক দিনেষ (৪২) নিহত হয়েছেন।

এ ঘটনায় মার্কেন্টাইল ব্যাংক নওগাঁ শাখার তিন কর্মকর্তাসহ ভটভটি চালক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ২১ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।