ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কেন্দুয়ায় বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
কেন্দুয়ায় বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আঠারবাড়ি সড়কের আদমপুর এলাকায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরো তিনজন। 

সোমবার (২২ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার নয়াপাড়া ইউনিয়নের পাশার বড়বাড়ি এলাকার আঞ্জু মিয়া (৪৮) ও পার্শ্ববর্তী মদন উপজেলার সুতিয়া গ্রামের আব্দুল মোতালেব মিয়ার ছেলে আল আমিন মিয়া (৩২)।


 
আহতরা হলেন কিশোরগঞ্জের তেরাভাঙ্গা গ্রামের কামাল উদ্দিন, কেন্দুয়া উপজেলার দিগদাইর গ্রামের রুকন উদ্দিন ও নয়াপাড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের নাদিরা আক্তার।  

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে আদমপুর এলাকায় নেত্রকোনা থেকে সিলেটগামী একটি বাস সিএনজিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় আঞ্জু ও আল আমিন অটোরিকশা থেকে রাস্তায় পড়ে গেলে বাসটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। এসময় আহত হন অটোরিকশার আরো তিন যাত্রী।

তিনি আরো জানান, স্থানীয়দের সহযোগিতায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার আগেই পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।