ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয়করণের দাবিতে লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
জাতীয়করণের দাবিতে লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি সিএইচসিপিদের অবস্থান কর্মসূচি। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: চাকরি জাতীয়করণের দাবিতে তিনদিন ধরে লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশন।

সোমবার (২২ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করছেন সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, সদর উপজেলা সভাপতি রতন চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক স্বপ্নিল সৌরভ, সমন্বয়কারী শরীফ হোসাইন সুমন, ফারক হোসেন, হেলথ প্রোভাইডার ফারুক হোসেন ও কাজী মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, হেলথ প্রোভাইডারদের চাকরি জাতীয়করণ করতে হবে। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।