ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় চাচিকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
নেত্রকোনায় চাচিকে কুপিয়ে জখম আহত নার্গিস

নেত্রকোনা: নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচি নার্গিস আক্তারকে (৪৬) কুপিয়ে জখম করেছেন তার ভাতিজারা। 

আহত নার্গিস শহরের হোসেনপুর এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে নিজ বাড়িতে হামলার শিকার হন তিনি।

আহত নার্গিসের ছেলে জহিরুল ও জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, জমিজমার ভাগবাটোয়ারা নিয়ে দুপুরে তাদের মা ও চাচি স্বাধীনা বেগমের মধ্যে কথা কাটাকাটি হয়। স্বাধীনা একপর্যায়ে নার্গিসকে মারধর করেন। পরে স্বাধীনার তিন ছেলে শাফিউল, শফিউল ও রবিউল ইসলাম এসে নার্গিসকে কুপিয়ে জখম করেন।  

এ ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় দ্রুত নার্গিসকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এসএম আশরাফুল আলম বাংলানিউজকে জানান, এ ব্যাপারে নার্গিসের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।