ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ৩ প্রতারক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
সাতক্ষীরায় ৩ প্রতারক আটক

সাতক্ষীরা: সাতক্ষীরায় আল বারাকা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে এক‌টি বেসরকারি (এনজিও) অফিস খুলে চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন প্রতারককে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ জানুয়া‌রি) বিকেল চারটার দি‌কে শহরের পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থিত ওই এনজিওর অফিস থে‌কে তা‌দের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে দুইজনের নাম জানা গেছে।

তারা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চকদুয়ারি গ্রামের নবাব আলির ছেলে ইয়াছিন খান ও সাতক্ষীরা সদর উপজেলার দামারপোতা গ্রামের নাছির উদ্দিনের ছেলে বায়েজিদ বোস্তামি।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার বাংলা‌নিউজ‌কে জানান, সাতক্ষীরায় বেকার তরুণ-তরুণীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন প্রতারককে আটক করা হয়েছে এবং বিভিন্ন জনের ভুয়া নিয়োগপত্র, আইডি কার্ড, ছবি এবং চেয়ার টেবিল জব্দ করা হয়েছে। তা‌দের জিজ্ঞাসাবাদ চলছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।