ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বদলগাছীতে এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
বদলগাছীতে এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলা থেকে আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার ( ২৩ জানুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুল খালেক উপজেলার দোনাইল গ্রামের মৃত হাসমত আলীর ছেলে।

 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, মঙ্গলবার দুপুরে এলাকাবাসী দোনাইল গ্রামের মাঠে খালেকের মরদেহ দেখতে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ওসি আরো বলেন, ঘটনাটি রহস্যজনক। খুনের সব আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসল ঘটনা বেরিয়ে আসবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।