ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
রাজবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে হত্যা নাসির উদ্দিন নসু।

রাজবাড়ী: জমি সংক্রান্ত বিরোধের জেরে রাজবাড়ীতে নাসির উদ্দিন নসু (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর মোল্লাডাঙ্গা গ্রামে তাকে পিটিয়ে গুরুতর আহত করেন প্রতিপক্ষ।

পরে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

নসুর ছেলে রুবেল মোল্লা বাংলানিউজকে বলেন, প্রায় দুই মাস ধরে বাড়ির পাশের ৮ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী রহমান শেখের সঙ্গে আমাদের বিরোধ চলছিলো। মঙ্গলবার সকালে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে ওই জমি মাপের দিন নির্ধারন করা ছিল। জমি মাপের জন্য দু'পক্ষের লোকই নিজেদের ল্যান্ড সার্ভেয়ার (জমি মাপক আমিন) নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম। এ সময় রহমান শেখের ছেলে ডাবলু শেখ, লাবলু শেখ, রিয়াজুল শেখ ও বাবলু শেখসহ তাদের আত্মীয় মমিন, শামীম, বাচ্চু, সাচ্চু, রিয়ন ও মাসুদ আমাদের ওপর হামলা চালায়। তারা বাঁশ দিয়ে আমার বাবাকে পিটিয়ে গুরুতর আহত করেন।

পরে বাবাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপতালে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসতাপালে পাঠান।

রাতে বাবার অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর থেকে রাতে তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজের সামনে পৌঁছালে তিনি মারা যান। মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান রুবেল মোল্লা।

রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন ভূঁইয়া বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।