ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে গাঁজা-ইয়াবাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
বরিশালে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ ডিবির হাতে আটক মাদক বিক্রেতারা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে পৃথক স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ চার জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

আটকরা হলেন- বরিশাল নগরের হাটখোলা এলাকার মৃত জুলহাস খাঁনের ছেলে জুয়েল খান (২৮), পলাশপুর এলাকার বারেক সিকদারের ছেলে মো. মাইনুল ইসলাম সিকদার (২২), হাটখোলা গগন গলি এলাকার মৃত শাহজাহান হাওলাদারের ছেলে মো. রুবেল ও বাবুগঞ্জের রহমতপুরের রামপট্টি এলাকার ‍মৃত মোহাম্মদ আলী খানের ছেলে মো. কামরুজ্জামান কবির (৪৫)।

বুধবার (২৪ জানুয়ারি) ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. হেলালুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

হেলালুজ্জামান জানান, মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে নগরের কাশিপুরের তিলক কলাডেমা এলাকায় অভিযান চালিয়ে জুয়েল খান, মাইনুল ইসলাম সিকদার ও মো. রুবেল নামে তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা ও ২ টি ব্যাগ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এছাড়া একই সময় জেলার রহমতপুর বাজার এলাকা অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মো. কামরুজ্জামান কবির নামে মাদক বিক্রেতাকে আটক করেছে বলে জানান ডিবির এসআই অলক কুমার মজুমদার।

বাংলা‌দেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, জানুয়া‌রি ২৪, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।