ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মুগদায় ভবন থেকে পড়ে এক ব্যক্তি নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
মুগদায় ভবন থেকে পড়ে এক ব্যক্তি নিহত

ঢাকা: রাজধানীর মুগদা উত্তর মান্ডায় ভবনেরর ছাদ থেকে পড়ে সফর আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির জামাতা সালাউদ্দিন বাংলানিউজকে জানান, উত্তর মান্ডা প্রথম গলির নিজস্ব  বাড়ির ৪ তলায় থাকতেন সফর আলি।

পাশের বাড়িতে তার মেয়ের জামাই সালাউদ্দিন থাকেন।

সকালে তার শ্বশুর সফর আলী ছাদে দাঁড়িয়ে পাশের বাসার ছাদে দাঁড়ানো জামাতাকে বেলের সরবত দিতে যায়। এ সময় সামনের দিকে ঝুঁকলে তিনি নিচে পড়ে যান বলে দাবি করেন জামাতা সালাউদ্দিন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।