ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‌যানজট নিয়ন্ত্র‌ণে ফেব্রুয়া‌রিতে ডিএস‌সি‌সির অ‌ভিযান 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
‌যানজট নিয়ন্ত্র‌ণে ফেব্রুয়া‌রিতে ডিএস‌সি‌সির অ‌ভিযান  ডিএস‌সি‌সির ব্যাংক ফ্লো‌রে দ্বাদশ করপো‌রেশন সভায় মেয়র সাঈদ খোকন/ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর যানজট নিয়ন্ত্র‌ণে ফেব্রুয়া‌রি মাসজু‌ড়ে বি‌শেষ অ‌ভিযা‌নে নাম‌ছে ঢাকা দক্ষিণ সি‌টি করপো‌রেশন (ডিএস‌সি‌সি)। ১ ফেব্রুয়া‌রি থে‌কে ২৮ ফেব্রুয়া‌রি পর্যন্ত ডিএস‌সি‌সির অন্তর্ভুক্ত এলাকায় এ অ‌ভিযা‌নের ঘোষণা দেন মেয়র সাঈদ খোকন। 

এ ল‌ক্ষ্যে ডিএস‌সি‌সির প্রধান সম্প‌ত্তি কর্মকর্তার নেতৃ‌ত্বে এক‌টি ক‌মি‌টি গঠন ক‌রা হ‌য়ে‌ছে।

বুধবার (২৪ জানুয়া‌রি) ডিএস‌সি‌সির ব্যাংক ফ্লো‌রে দ্বাদশ করপো‌রেশন সভায় এ সিদ্ধান্ত হয়।

 

মেয়র সাঈদ খোক‌নের সভাপ‌তি‌ত্বে সভায় বক্তব্য রা‌খেন ডিএম‌পি ক‌মিশনার আছাদুজ্জামান মিয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালক জামাল উদ্দিন আহমেদ, ডিএস‌সি‌সির সিইও খান মোহাম্মদ বিলাল, প‌রিবহন বি‌শেষজ্ঞ প্র‌কৌশলী শামসুল হক, নগর বি‌শেষজ্ঞ স্থপতি ইকবাল হা‌বিব, মানাস সভাপ‌তি অধ্যাপক ডা. অপরূপ চৌধুরী, বি‌ভিন্ন ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর ও ডিএস‌সি‌সির কর্মকর্তারা।

‌মেয়র ব‌লেন, রাজধানীর যানজট নিয়ন্ত্র‌ণে আগা‌মী ১ ফেব্রুয়া‌রি থে‌কে ২৮ ফেব্রুয়া‌রি পর্যন্ত ডিএস‌সি‌সির প্র‌তি‌টি এলাকায় বি‌শেষ অ‌ভিযান চালা‌নো হ‌বে। অ‌ভিযানে ফুটপাত অ‌বৈধ দখলমুক্ত করা ও রাস্তায় অ‌বৈধ গাড়ি পা‌র্কিং বন্ধ করা হ‌বে।  

‌ডিএস‌সি‌সির প্রধান সম্প‌ত্তি কর্মকর্তার নেতৃত্বে এক‌টি ক‌মি‌টি গঠন করা হয় সভা থেকে। ক‌মি‌টির অন্য সদস্যরা হ‌লেন ডিএস‌সিসি ট্রা‌ফিকের যুগ্ম ক‌মিশনার, স্থানীয় ওয়ার্ড কাউ‌ন্সিলর, জোনের আঞ্চ‌লিক নির্বাহী কর্মকর্তা ও ডি‌পি‌ডি‌সির প্র‌তি‌নি‌ধি।

অ‌ভিযা‌নে সব রকমের অ‌বৈধ স্থাপনা উ‌চ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত ক‌রে পথচারীদের চলাচল উপ‌যোগী করা হ‌বে। পরবর্তী‌তে ক‌মিটি চাই‌লে আলাপ-আ‌লোচনার ভি‌ত্তি‌তে এ কার্যক্রম বাড়ানো যে‌তে পা‌রে।

বাংলা‌দেশ সময়: ১৩০১ ঘণ্টা, জানুয়া‌রি ২৪, ২০১৮
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।