ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে স্কুলছাত্রী নিখোঁজ, থানায় জিডি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
না’গঞ্জে স্কুলছাত্রী নিখোঁজ, থানায় জিডি 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে আফসানা (১০) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেন নিখোঁজের বাবা মো. আশরাফুল। এর আগে, মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সে নিখোঁজ হয়।

আফসানা সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ এলাকার বাসিন্দা মো. আশরাফুল ইসলামের মেয়ে ও সিদ্ধিরগঞ্জের গোদনাইল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।  

নিখোঁজের বাবা মো. আশরাফুল ইসলাম বাংলানিউজকে বলেন, মঙ্গলবার সকালে স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় আফসানা। পরে আর বাসায় ফিরেনি। তবে আফসানার স্কুল ব্যাগটি বাসার পাশ থেকে পাওয়া গেছে। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর মেয়ের সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করাও হয়েছে। দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বাংলানিউজকে বলেন, স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডাইরি (জিডি) করা হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এসআরএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।