ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দুদক চেয়ারম্যান-এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
দুদক চেয়ারম্যান-এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার দুপুরে (২৪ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
 
এ সময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, বাংলাদেশের উন্নয়নে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক এক পরীক্ষিত অংশীদার।

দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা বৃদ্ধিকল্পে  বিভিন্ন অবকাঠামো, কর্মকর্তাদের প্রশিক্ষণ ও কমিশনের কার্যক্রমকে ডিজিটাইজড করার ক্ষেত্রে এডিবির ভূমিকা রয়েছে।  

দুর্নীতি দমন কমিশন সম্পর্কে মানুষের ধারণার ইতিবাচক পরিবর্তন হচ্ছে মন্তব্য করে চেয়ারম্যান আরো বলেন- কমিশনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সরকার, গণমাধ্যম, সুশীল সমাজসহ সাধারণ মানুষের সমর্থন পাওয়া যাচ্ছে। কমিশন শুধু গ্রেফতার বা প্রতিকারমূলক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিরোধমূলক ব্যবস্থাকেও সামনে নিয়ে এসেছে।
 
দুদক চেয়ারম্যান আরও বলেন, কমিশনকে পদ্ধতি কেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে হলে এডিবিসহ সবার সহযোগিতার প্রয়োজন। এমন পদ্ধতি কমিশনে সংযোজন করতে চাই যেখানে ব্যক্তি নয়, পদ্ধতিই হবে মুখ্য।
 
এ সময় এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ বলেন, দুদকের দুর্নীতি প্রতিরোধ, মূল্যবোধ জাগানোর চেষ্টা, প্রযুক্তির ব্যবহার, পদ্ধতিগত সংস্কারমূলক কার্যক্রমের পাশে রয়েছে এডিবি। এছাড়া সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হবে।
 
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এসজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।