ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ডামুড্যায় শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
ডামুড্যায় শিক্ষিকার মরদেহ উদ্ধার

শরীয়তপুর: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় শিরিন বেগম (৪৫) নামে এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে ডামুড্যা পৌরসভার বিশাকুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিরিন ওই এলাকার আলাউদ্দিন
বকাউলের স্ত্রী এবং তিনি ৬নং বিশাকুড়ি সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

স্থানীয়রা জানায়, শিরিনের বড় ছেলে সিহাব (২৬) মারা যাওয়ার পর থেকে তিনি শোকে ভেঙে পড়েন। বুধবার দুপুর ১২টার দিকে ঘরের বারান্দার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিরিনকে দেখতে পান তার শাশুড়ি আম্বিয়া বেগম। পরে তাকে নিচে নামিয়ে ডাক্তারকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কৌশিক নাগ মণ্টি ঘটনাস্থলে গিয়ে শিরিনকে মৃত ঘোষণা করেন।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান চৌধুরী বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।