ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় পৃথক অভিযানে ২০ জুয়াড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
নওগাঁয় পৃথক অভিযানে ২০ জুয়াড়ি আটক

নওগাঁ: নওগাঁয় পৃথক অভিযান চালিয়ে ২০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ জানুয়ারি) শহরের মাছ বাজারের পাশে একটি বাড়ির দ্বিতীয় তলা এবং উপশেরপুর পেদাপাড়ার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- সামসুর রহমান (৩৮), নাহিদ শেখ (২৬), মানিক হোসেন (৩৬), সিরাজুল ইসলাম (২৭), সুমন (২৮), সাজু মিয়া (৩০), ইউসুফ আলী (৪৪), আনারুল (৪৫), আরমান শেখ (৪৩), গৌতম হালদার (৪৪), জুয়েল রানা (৩৫), ইয়াছিন (৫০), ভোলা (২৭) এরা সকলে সদর উপজেলার বিভিন্ন স্থানে বাড়ি।

জেলার রানীনগর উপজেলার শুকুর আলী (৪২), বগুড়া জেলার আদমদিঘী উপজেলার উজ্জল ফকির (৪৫), দুপচাঁচিয়া উপজেলার জিয়াউর রহমান (৩৮) এবং জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মুনছুর আলী (৩৮), নূরুজ্জামান (৪২), জিয়ারুল (৩৩) ও রবিউল ইসলাম (৩২)।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককালে তাদের কাছ থেকে ৭১ হাজার টাকা উদ্ধার করা হয়। অপর দলের কাছ থেকে এক লাখ ৫১ হাজার টাকা ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।