ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের সঙ্গে হাতাহাতি, ৫৯ আনসার সদস্য প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
পুলিশের সঙ্গে হাতাহাতি, ৫৯ আনসার সদস্য প্রত্যাহার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনসার ও পুলিশ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনায় ৫৯ জন আনসার সদস্য প্রত্যাহার হয়েছেন। ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ কান্তি পালকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার (এসি) মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এইচ এম আজিমুল হক, আনসারের ঢাকা রেঞ্জের উপ-পরিচালক কামরুল ইসলাম, সহকারী জেলা কমান্ড্যান্ট তামিমা সুলতানা।

ডা. বিদ্যুৎ কান্তি পাল জানান, এ ঘটনায় ৫৯ জন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন বাংলানিউজকে জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। এটি আরও বড় আকারে রূপ নিচ্ছিল। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের কাছে সংবাদ এলে আমরা পুলিশ ও আনসারের কর্মকর্তাদের সঙ্গে জরুরি ভিত্তিতে আলোচনায় বসি। সেখানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন ও সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত হয়।

ঢামেক পরিচালক বলেন, ৫৯ আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে, কারণ আমরা মনে করি, তখন পুরো ভবনে শিফটে যে আনসার সদস্যরা ডিউটিতে ছিলেন তারা এই ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন। সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চতুর্থ তলায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) ফটকে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন আইসিইউতে দায়িত্বরত আনসার সদস্য সাইফুল ইসলাম ও মিরপুর ১৪ পুলিশ লাইন্সের কনস্টেবল মাহাবুবুল আলম। এ ঘটনায় দুজনই আহত হন।

** ঢামেক আইসিইউ’র সামনে পুলিশ-আনসার হাতাহাতি

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮/আপডেট: ২১৫০ ঘণ্টা
এজেডএস/এমজেএফ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।