ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎমিস্ত্রির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইল : টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের নির্মানাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। 

বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোঃ ওয়াহেদুল ইসলাম (১৮) ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জোরবাড়িয়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

টাঙ্গাইল থানার উপ পরিদর্শক (এসআই) নবীন বাংলানিউজকে জানান, রাতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে বৈদ্যুতিক তারে কাজ করছিলেন ওয়াহেদুই ইসলাম। এসময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে পাশেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।