ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের গুলিতে ছিনতাইকারী নিহত, আহত দুই পুলিশ সদস্য 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
পুলিশের গুলিতে ছিনতাইকারী নিহত, আহত দুই পুলিশ সদস্য 

ময়মনসিংহ: ময়মনসিংহে পুলিশের গুলিতে নাঈম (২২) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এসময় ছিনতাইকারী চক্রের হামলায় কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল রাশেদ আহত হয়েছেন। 

বুধবার (২৪ জানুয়ারি) দিনগত রাত ৪ টার দিকে নগরীর পাটগুদামস্থ পিবিআই অফিসের উল্টো দিকে বালুর মাঠে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ খসরু (২৪) নামে এক ছিনতাইকারীকে আটক করে।

 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ওসি আশিকুর রহমান বাংলানিউজকে জানান, ক’দিন আগে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহতের ঘটনায় জড়িত ছিনতাইকারীদের ধরতে অভিযান চালানো হয়।  

তিনি বলেন, অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল নিক্ষেপ করে ছিনতাইকারীরা। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা গুলি করলে, ঘটনাস্থলেই ছিনতাইকারী নাঈম(২২) নিহত হন। আহত হয় দুই পুলিশ সদস্য।  

ওসি আশিকুর রহমান আরও জানান, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২ টায় জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম প্রেস কনফারেন্সে এ অভিযান সম্পর্কে বিস্তারিত জানাবেন।  

বাংলাদেশ সময় ০৫০১ ঘন্টা, জানুয়ারি ২৫, ২০১৮ 
এমএএএম/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।