ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সার্ক ভিসা স্টিকার দিচ্ছে না পাসপোর্ট অধিদপ্তর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
সার্ক ভিসা স্টিকার দিচ্ছে না পাসপোর্ট অধিদপ্তর সার্ক সেক্রেটারিয়েট

ঢাকা: সার্ক ভিসা অব্যাহতি স্টিকার সংক্রান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি আমলে নিচ্ছে না ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। গত এক সপ্তাহ ধরে মূলত সাংবাদিক ও ব্যবসায়ীদের সার্ক ভিসা অব্যাহতি স্টিকার আটকে দেওয়া হচ্ছে। 

সার্কের সিদ্ধান্ত অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দিষ্ট প্রক্রিয়ায় যাচাই-বাছাই করে সাংবাদিক ও ব্যবসায়ীদের পাসপোর্টে ভিসা অব্যাহতি স্টিকার যুক্ত করতে পাসপোর্ট অধিদপ্তরকে চিঠি দিয়েছিল।

সার্কের সিদ্ধান্ত অনুযায়ী, পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক, ব্যবসায়ীসহ ২২টি ক্যাটাগরিতে ভিসা অব্যাহতি স্টিকার দেওয়া হয়ে থাকে।

এর ফলে সার্ক অঞ্চলের আটটি দেশে তাদের ভিসার প্রয়োজন হয় না। এ বিষয়টি সার্কের সদস্য দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয় ও সার্ক সচিবালয় দেখভাল করে থাকে।  

তবে হঠাৎ করে বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর একতরফাভাবে সাংবাদিক ও ব্যবসায়ীদের সার্ক ভিসা অব্যাহতি স্টিকার ইস্যু করা বন্ধ রেখেছে। এ বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা কোনো কারণ দেখাননি।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নিয়ম অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর পাসপোর্ট অধিদপ্তর সার্ক ভিসা অব্যাহতি স্টিকার ইস্যু করার কথা। এখানে কোনো জটিলতার বিষয় নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক উইং এবং বহিঃপ্রচারের মহাপরিচালকের সরাসরি অনুমোদনে এ চিঠি দেওয়া হয়ে থাকে।

পাসপোর্ট অধিদপ্তর কোন সিদ্ধান্তে স্টিকার ইস্যু বন্ধ করেছে তা স্পষ্ট নয়। এর আগেও সার্ক স্টিকার ব্যবহারকারীরা পাসপোর্ট অধিদপ্তরে গিয়ে স্টিকার পেতে দীর্ঘসূত্রিতার অভিযোগ করেছেন।

বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
কেজেড/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।